সরওয়ার কামাল
চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের মহেশখালীবাসীদের নিয়ে, মহেশখালী ফোরামের উদ্যোগে মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৯ নভেম্বর জুমাবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামস্থ কিশলয় কমিনিউটি সেন্টারে এই মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্টিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের মিলন মেলা বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহবায়ক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কালারমারছড়া ব্রাঞ্চের ম্যানেজার জনাব মাহবুব আলম।
উক্ত মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর ড.কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী কুতুবদিয়ার সাবেক সাংসদ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর এসিট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এইচ এম হামিদুর রহমান আযাদ।প্রধান বক্ততা হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম -১৫ আসনের সাবেক সাংসদ ও চট্রগ্রাম মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের নির্বাহী সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ মুহিবুল্যাহ সিদ্দিকী প্রফেসর এবং চেয়ারম্যান (অব:) ইসলামের ইতিহাস ও সসংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জয়নাল আবেদীন সাবেক উপজেলা চেয়ারম্যান মহেশখালী, অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ নওগাঁ সাপাহার সরকারী কলেজ, এডভোকেট মোহাম্মদ কবির হোসাইন সাবেক এ.জি.এস চট্রগ্রাম আইনজীবী সমিতি।
উক্ত অনুষ্ঠানে চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের সদস্যসহ চট্রগ্রামে অবস্থানরত মহেশখালীর সকল স্তরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহেশখালী ফোরাম চট্টগ্রাম এর আহবায়ক চট্রগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম ও মহেশখালী ফোরামের সদস্য সচিব এবং তানযীমুল উম্মাহ ফাইন্ডেশন চট্টগ্রাম এর কো- অর্ডিনেটর মোহাম্মদ ইমরানুল হক।