সরওয়ার কামাল
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সহ দিনের নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দীন শাহীন। এসময় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় কক্সবাজার জেলার সদর কেন্দ্রীক পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কলা-কৌশলিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ জেলার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।