সরওয়ার কামাল
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে।আবার পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনাও ঘটছে।গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার সুরাজপুর-মানিকপুর ও ফাঁসিয়াখালী ইউনিয়নে দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে হাতি–মানুষ দ্বন্দ্ব নিরসন,বন্যপ্রাণীর মূল আবাসস্থল সংরক্ষণ।এবং বন্য হাতির খাবার নিশ্চিতে সুরাজপুর-মানিকপুর এলাকায় বসবাসকারী জনগণের সাথে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকালে চকরিয়া থানার উদ্যোগে উপজেলার সুরাজপুর -মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্যম সুরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।এসময় তিনি বলেন জীবন-জীবিকার প্রয়োজনে বনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। বন্য হাতি অধ্যুষিত বনসংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় জনগণকে জানতে হবে বন্য হাতিকে এড়িয়ে চলার কৌশল। এছাড়াও হাতি চলাচলের স্থান চিহ্নিত করে উম্মুক্ত রাখতে হবে।বন্য হাতিরা তাদের নির্দিষ্ট একটি টাইমে,নির্দিষ্ট রাস্তায় চলাচল করে। সময়টি আমাদের মাথায় রেখে চলাচল করতে হবে।গহীন বনে বন্য হাতির খাবার নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। এসব বিষয় মাথায় রাখলে হাতের আক্রমণে মানুষের মৃত্যু আর হবে না মনে করি।এবংহাতি-মানুষ দ্বন্দ্ব থাকবেনা।
এসময় ফাঁসিয়াখালী বন বিভাগের কর্মকর্তা,স্থানীয় ইউপি সদস্যগণ,এলাকার গন্যমান্য ব্যক্তি সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।